চট্টগ্রাম থেকে সাহেদুল ইসলাম: চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জ রোড়ের বনানী আবাসিক হোটেলের ৩য় ও ৪র্থ তলায় এ অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২১ জন নারী পুরুষকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। হোটেলের বিভিন্ন কক্ষ হতে ৩৮০টি রাজা কনডম উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাত পৌনে ১১টায় এ অভিযান চালানো হয়। আটককৃতরা সবাই নারী পাচারকারী, পতিতা ও খদ্দের বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।
গত মঙ্গলবার রাত পৌনে ১১টায় খাতুনগঞ্জ রোড়ে অবস্থিত বনানী আবাসিক হোটেলের ৩য় ও ৪র্থ তলায় এ অভিযান চালানো হয়। ডিবির অতিঃ উপ-পুলিশ কমিশনার অলক বিশ্বাস এখবর নিশ্চিত করেন।
এদিকে বিকালে ডিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন খবরের ভিক্তিতে কোতোয়ালী থানাধীন ৫১ খাতুনগঞ্জ রোডস্থ বনানী আবাসিক হোটেল এর ৩য় ও ৪র্থ তলায় অভিযান পরিচালনা করে নারী ব্যবসায়ী, পতিতা ও খদ্দের সহ ২১ জনকে গ্রেফতার
জিজ্ঞাসাবাদে তারা জানায়, পলাতক আসামীদের সহায়তায় নারী পতিতা সংগ্রহ করে অবৈধভাবে হোটেলের বিভিন্ন কক্ষে রেখে নারী পাচার ও পতিতাবৃত্তির ব্যবসা করে আসছে দীর্ঘ দিন ধরে।
এ ব্যাপারে গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.