নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে চুরি যাওয়া গরু ও ট্রাকসহ তিন কিশোর চোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের খড়িবাড়ী বাজারে ব্যারিকেড সৃষ্টি করে তাদের আটক করা হয়। এসময় চুরি যাওয়া তিনটি গরু ও চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক (ঢাকা মেট্রো ড-১১-৫৭৩৭) জব্দ করে পুলিশ। আটককৃতরা হলো রাজশাহীর কাটাখালি এলাকার আব্দুলের ছেলে লাল চান (১৬), মান্দার ঘোনা গ্রামের মোজাহারের ছেলে সাকিল (১৫) ও তেতুলিয়া ইউনিয়নের শালদহ গ্রামের রজিন্দ্রনাথ প্রামানিকের ছেলে সুজিত কুমার প্রামানিক (১৭)। থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদে নিয়ামতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মুকুল জানতে পারেন যে, পাঁড়ইল ইউনিয়নের বিদিরপুর গ্রামের ময়েজ উদ্দীনের বাড়ী থেকে তিনটি গরু চুরি করে চোরেরা মান্দার চৌবাড়িয়া অভিমুখে যাচ্ছে। এমন সংবাদে তাৎক্ষনিক দায়িত্ব প্রাপ্ত অফিসার ইন চার্জ নাজমুল হকের নেতৃত্বে এসআই মুকুল, এসআই সরোয়ার হোসেনসহ থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে খড়িবাড়ী বাজারের তিনমোহনী মোড়ে স্থানীয় লোকজন নিয়ে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে। চোরেরা মোড়ে পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের ব্যবহৃত গরুসহ ট্রাকটি নিয়ে ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা করে। শেষে ব্যারিকেড ভাঙ্গতে ব্যর্থ হলে তারা ট্রাক থেকে নেমে পালানোর চেষ্টাকালে পুলিশ ও স্থানীয় জনতা দৌড়ে তাদের আটক করে। এসময় জনতার গন পিটুনিতে চোরেরা গুরুতর জখম হয়। পরে তাদের আহত অবস্থায় নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে পুলিশি পাহারায় তাদের চিকিৎসা চলছে। থানার দায়িত্ব প্রাপ্ত অফিসার ইন চার্জ (ওসিতদন্ত) নাজমুল হক জানান, আটককৃত চোরদের পুলিশি পাহারায় চিকিৎসা চলছে। সুস্থ্য হলেই তাদের জেলহাজতে পাঠানো হবে।
একটি মন্তব্য পোস্ট করুন