বদলগাছী, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের মিঠাপুর বাজারে সোমবার বেলা ১১টায় ঈদ পুর্নমিলনী উপলক্ষে এক মতবিনিময় সভা ও ইউনিয়নের গরীব-অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরন করা হয়েছে। মিঠাপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির প্রবীন নেতা আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ফজলে হুদা বাবুল। এছাড়া থানা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদি টিপু, যুগ্ন সম্পাদক রেজউন নবী সান্ডু, মিঠাপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আজাহার আলী, সাংগাঠনিক সম্পাদক আনোয়ার হোসেনসহ ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ইউনিয়নের প্রায় আড়াইশত গরীব ও অসহায় মানুষের মাঝে বস্ত্র হিসাবে লুঙ্গি বিতরন করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন