ভোলা জেলার নতুন থানা দুলারহাটের খালটি ভূমি দস্যুদের হাত থেকে রক্ষার দাবী এলাকাবাসীর

এস রহমান সোহেল,ভোলা জেলা: ভোলা জেলা চরফ্যাশন উপজেলার ঐতিহ্যবাহী ব্যবসা কেন্দ্র দুলার হাট থানার বাজারের মধ্য দিয়ে বয়ে যাওয়া বড় খালটির একি দশা? এক সময় ব্যবসায়ীদের বাণিজ্যিক আমদানি রপ্তানির নির্ভরযোগ্য দুলার হাট এর এই বড় খালটির উভয় পার্শ্বে অবৈধ দখল দারদের দৌরাত্বের কারণে খাল যেন ড্রেনে পরিণত হয়েছে। প্রায় এক শত বছরের পুরনো খালের দুই পাড়ে দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা নির্মাণ করে দখল করে রেখেছে প্রভাবশালী মহল। দু’পাড় ভরাট করে বসত ঘর, দোকান পাট ও পাকা ভবন নির্মাণ করে দখলের প্রতিযোগিতায় নেমেছে তারা।


> কৃষি প্রধান এ অঞ্চলে নুরাবাদ, নীলকমল, আবুবকর পুর, আহাম্মদপুর, মুজিবনগর এবং দুলার হাটের একমাএ ভরসা খালটি। দুলার হাট বাজারের মধ্যদিয়ে বয়ে যাওয়া বড় খালটি ঘোষের হাট তেঁতুলিয়া নদী হয়ে নীলকমল, নুরাবাদ, দক্ষিণ শিবা সংলগ্ন মায়ানদীর সাথে শাখা উপশাখা নিয়ে গড়ে উঠছে। এখানে অতিবৃষ্টি, বন্যা, খড়া হতে রক্ষা পাওয়ার জন্য এ খালটির উপর নির্ভর করতে হয়। এ খালের ওপর দিয়ে একসময়ে বয়ে যেতো মালবাহী নৌকা, ট্রলার, স্টিমার যেগুলো সোনার চর, ঢালচর, পাতিলাচর, পাঙ্গাসিয়া, কুকরী মুকরী, রাঙ্গাবালি, চরমমতাজ, চরমোহর, চরকাজল, চরবিশ্বাস ইত্যাদি হইতে সুটকী, ধান, চাউল, গম, নারিকেল, সুপারি, কাচা তরকারী আমদানি, রপ্তানি করা হতো।

> দুলার হাট বাজারের বিশিষ্ট কয়েকজন ব্যবসায়ীর সাথে আলাপ কালে তারা প্রত্যেক বছরে কৃষি, মৎস্য, ব্যবসায়ীদের প্রায় ৫/৬শ কোটি টাকার অপুরণীয় ক্ষতি দাবি করেছেন। পাশাপাশি পানিতে জোয়ার ভাটা না থাকার কারণে মাছ চাষীদের, কৃষকের কৃষি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বলে তারা জানান ।

> তারা আরো বলেন, প্রত্যক বর্ষা মৌসুমে এ খালে মাছ ধরার মহোৎসব ছিল চোখে পড়ার মতে। জেলেদের একমাএ আয়ের উৎস ছিল এ খালের শাখা, উপশাখা। বড় খালটির সাথে মিশে ছিলো উপশাখা গুলো কিন্তু ভূমি দস্যুদের দ্বারা এখন নিমজ্জিত হয়ে বড় খালটি ড্রেনে পরিণত হয়েছে। এখন বন্যা, খরা, অতিবৃষ্টির ফলে এবং সামান্য বৃষ্টিতেই তরমুজ, আলু, বাদাম, মরিচ, ডাল চাষিদের অনেক ক্ষতি হয়। নীলকমল, নুরাবাদে হত দরিদ্রতার দাবানলে নিজের জীবন বলি দিতে চেয়েছিল অনেক কৃষক। পরিবেশ বিধরা মনে করেন এ খালটি মুক্ত করা না হলে আগামী কয়েক বছরের মধ্য পরিবেশ হুমকির মুখে দাড়াবে। এমতাবস্তায় নুরাবাদ, নীলকমল, আবুবকরপুর, আহাম্মদপুর, মুজিবনগর সহ দুলার হাট কৃষক, শ্রমিক, মৎস্যজীবী সহ এলাকাবাসীর দাবি দুলার হাটের বড় খালের রক্ষা করে অবৈধ দখল দার থেকে মুক্ত করা এবং ঘোষের হাট -বাংলাবাজার সুলিজকে উন্মুক্ত করে পূর্বের খালের রুপান্তরের জন্য দাবি করেন তারা। ইতিপুর্বে বৃহত্তর আমিনাবাদ ও আব্দুল্লাহপুরের গুরুত্বপুর্ন খালগুলো খনন কাজ হলেও বানিজ্য নির্ভর দুলারহাট থানার বুক চিরে প্রবাহিত খালটি খননকাজ আদৌ হবে কিনা জানা নাই কারো। তবে খালটি খনন করলে দুলারহাটের পুরনো ঐতিহ্য শুটকি ব্যবসায়ীরা প্রাণ ফিরে পাবে বলে আশা করছেন এলাকাবাসী।

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger
Facebook

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget