নওগাঁয় কারাগার মুক্তকে রিক্সা প্রদান

প্রতিনিধি নওগাঁ: গাজা সেবনের অপরাধে গত ছয় মাস হাজতবাস করেন (৩৬) ঘুটু চন্দ্র বর্মন। রবিবার সকাল ১০টায় নওগাঁ জেলা কারাগার থেকে তিনি মুক্ত হন। তিনি জেলার পতœীতলা উপজেলার কয়রাপুর গ্রামের মৃত দিগেন চন্দ্র্র বর্মনের ছেলে। তাকে সুস্থ জীবন ফিরে পেতে এবং কর্মসংস্থানের লক্ষে অপরাধী সংশোধন ও পুর্নবাসনের অংশ হিসেবে জেলা সমাজ সেবা কার্যালয় থেকে কারাগার গেটে একটি রিক্সা প্রদান করা হয়।


এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেল সুপার শাহ আলম খান, ডেপুটি জেলার আমিরুল ইসলাম ও জেলা সমাজসেবা উপ-পরিচালক নূর মোহাম্মদ।


কারাগার মুক্ত ঘুটু চন্দ্র বর্মন বলেন, এক সময় খড়ের (পোয়াল) ব্যবসা করতেন। কেঁনা-বেঁচার পর লাভ বেশ ভালই থাকত। আর তা দিয়ে চলত সংসার। বাড়ীতে স্ত্রী ও দুই ছেলে। বাবা-মা অনেক আগেই মারা গেছে। বন্ধুদের পাল্লায় পড়ে মাদকাসক্ত (গাজা) হয়ে পড়ি। এদিয়ে দুই বার কারাগার ভোগ করলাম শুধু গাজা সেবনের জন্য। সুস্থ জীবন ফিরে পেতে ও গাঁজা না সেবনের জন্য প্রতিশ্রæতি দিয়েছি। জেলখানা থেকে একটা রিক্সা দিয়েছে আয় রোজগারের জন্য।


উল্লেখ্য, গত ৩১ মে’১৮ জেলার বদলগাছী উপজেলার ভাতশাইল গ্রামের মশিদুল ইসলামকে একটি রিক্সা প্রদান করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget