রিপোর্ট : ইমাম বিমান: নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠিতে আর্ন্তজাতিক পাবলিক সার্ভিস দিবস ২০১৮ পালিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের নেতৃত্বে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহনে জেলাপ্রশাসন কার্যালয়ের কালেক্টরেট চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সাবকে স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসন কার্যালয়ের কালেক্টরেট চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. হামিদুল হক উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার মূল্যবান বক্তব্য প্রদান করেন। এছারাও বক্তব্য রাখেন সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হাওলাদার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বর প্রমুখ।
অনুষ্ঠানে দেশের উন্নয়ন চিত্র তুলে ধরে মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রদর্শন করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন