ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে চাষী পর্যায়ে উন্নতমানের ধান,গম ও পাট বীজ উৎপাদন,সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের ২য় পর্যায় এর আওতায় রোপা আমন ধান ও নাবী পাট বীজ উৎপাদন প্রযুক্তির উপর দিনব্যাপী প্রদর্শনী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন নওগাঁর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) ড.মো.আব্দুল আজিজ। কর্মশালায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার কায়ছার ইকবাল,সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলেফ উদ্দিন,উপসহকারী কৃষি কর্মকর্তা রেজাউল করিম,মাইনুল হোসেন,মো.রাব্বী প্রমুখ। কর্মশালায় ৭৫ জন কৃষক অংশ গ্রহণ করেন।
একটি মন্তব্য পোস্ট করুন