জয়পুরহাট: জয়পুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করার প্রতিবাদে জেলাজুড়ে ৮ শতাধিক ওষুধের দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। বুধবার বিকেলে জেলা প্রশাসনের এ জরিমানার পর রাত সাড়ে ৮টা থেকে অনির্দিষ্ট কালের জন্য ওষুধের দোকানগুলো বন্ধ ঘোষণা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা জানান, সওদাগর ফার্মেসি নামের দু’টি ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেলে দোকান দু’টিকে মোট ৪০ হাজার টাকা জরিমান করা হয়।
জয়পুরহাট জেলা ওষুধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল জানান, জয়পুরহাটসহ সারা দেশের ওষুধের দোকানগুলোতে বিভিন্ন কোম্পানির অগনিত ওষুধ মজুত রেখে ব্যবসা করতে হয়। এ সমস্ত ওষুধের মধ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকা অস্বভাবিক নয়। তবে মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো সংশ্লিষ্ট প্রস্তুতকারক কোম্পানিকে ফেরত দেয়ার জন্য প্রত্যেকটি দোকানের নির্দিষ্ট বাক্সে জমা রাখা হয়। সেখান থেকে ওই সব অব্যবহৃত ওষুধ জব্দ করে প্রায়ই ভ্রাম্যমাণ আদালত ওষুধ ব্যবসায়ীদের এ ধরনের শাস্তি দেন। এর প্রতিবাদে জরুরি সভা ডেকে অনির্দিষ্ট কালের জন্য জেলার সবকটি ওষুধের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন