ভুল করে বাংলাদেশে আসা ভারতীয় তরুণীকে ফেরত দেয়া হলো

নওগাঁ প্রতিনিধি: ভুল করে বাংলাদেশে আসা ভারতীয় সুমনা (১৫) নামে এক তরুণীকে পতাকা বৈঠকের মাধ্যমে তার বাবা মায়ের কাছে ফেরত দেওয়া হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় নওগাঁর সাপাহার উপজেলার বামনপাড়া সীমান্তের ২৪৬/৭ এস পিলার এলাকায় বিজিবি ও বিএসএফ এর কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।


এতে বিজিবি-১৬ ব্যাটালিয়নের আদাতলা কম্পানী কমান্ডার সুবেদার সামশুল আলম ও ভারতের ১২২ বিএসএফ কোম্পানীর কাতরইল ক্যাম্পের কমান্ডার এসিবিএ ডোগরা নেতৃত্ব দেন। সুমনা ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার গোপাল নগর গ্রামের বাসিন্দা শরিফুল ইসলামের মেয়ে।


জানা গেছে, সুমনা ১৭ জুন সকাল ১০ টার দিকে ভারতের ছত্রহাটি বিএসএফ এর কাছে তার পরিচয় পত্র জমা দিয়ে কাঁটা তারের বাইরে জমিতে কাজ করতে আসেন। সন্ধ্যায় তার অন্যান্য সঙ্গীরা নিজ নিজ বাড়িতে ফিরে গেলেও সুমনা পথ ভুলে বামনপাড়া সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের মধ্যে চলে আসে পথ হারিয়ে ফেলেন। সুমনা ওই দিন তার নিজ দেশ ভারতে প্রবেশ না করায় ছত্রহাটি বিএসএফ ক্যাম্প থেকে বিজিবি ১৬ ব্যাটালিয়নের আদাতলা ক্যাম্পে তাদের পক্ষ থেকে পত্র প্রেরণ করেন। পত্রে সুমনাকে উদ্ধারের সহযোগিতা কামনা করেন। এরপর বিজিবির সদস্যগণ ওই তরুণীকে উদ্ধারে ব্যাপক তৎপরতা চালান। গত ২১ জুন রাত ৯টায় আদাতলা বিজিবির কোম্পানী কমান্ডার সুবেদার সামশুল আলমের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সাপাহার সদরের জিরো পয়েন্ট এ অবস্থিত নিউ মার্কেট এর সামনে থেকে ওই তরুণীকে উদ্ধার করেন।


আদাতলা বিজিবির কোম্পানী কমান্ডার সুবেদার সামশুল আলম জানান, সুমনাকে উদ্ধারের পর ছত্রহাটি বিএসএফ ক্যাম্পে যোগাযোগ করা হয়। শুক্রবার বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে সুমনাকে ফেরত দেয়া হয়েছে। ফিরে দেয়ার ফলে সুমনা ফিরে পেলেন তার বাবা মাকে এবং তার নিজ দেশ।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget