নওগাঁর তিলকপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই উন্মুক্ত বাজেট ঘোষনা করেন চেয়ারম্যান মোঃ রেজাউল করিম। বাজেট ঘোষনা শেষে সকল ইউপি সদস্য ও চেয়ারম্যানের ৭ মাসের বেতন ভাতা প্রদান করা হয়।


তিলকপুর ইউনিয়নের ২০১৮-২০১৯ অর্থ বছরের জন্য মোট ১৭ লাখ ৭৫ হাজার ৭৫৪ টাকার সম্ভাব্য বাজেট ঘোষনা করা হয়। উল্লেখ্য, গত ২০১৭-২০১৮ অর্থ বছরের ১৬ লাখ ৮৫ হাজার ৪৮০ টাকার সম্ভাব্য বাজেট ঘোষনা করা হয়েছিল।


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব মহীউদ্দীন আরাফাত, ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মাসুমা আক্তার, ৬ নং ওয়ার্ড সদস্য মো: আব্দুল লতিফ, গণ্যমান্য ব্যক্তি ডিএম আওয়াল আতা, মো: আব্দুর রহমান ও অন্যান্য সকল ইউপি সদস্যসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


বাজেট ঘোষনা শেষে ১২ জন ইউপি সদস্যদের প্রতি জনকে ৪ হাজার ৪শত টাকা করে ৭ মাসের ৩০ হাজার ৮ শত টাক করে ও চেয়ারম্যানের ৫ হাজার ৫শত টাকা করে ৭ মাসের বেতন ৩৮ হাজার ৫শত টাকা করে সর্বমোট ৪ লাখ ৮ হাজার ১ শত বেতন ভাতা প্রদান করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget