নওগাঁ প্রতিনিধি: আনন্দ র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় আওয়ামীলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। র্যালীটির নেতৃত্ব দেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রেজাউল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সহ-সভাপতি এমএ খালেক, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল, জাভেদ জাহাঙ্গীর সোহেল ও বিভাস মজুমদার গোপাল, জেলা যুবলীগের আহবায়ক এ্যাডঃ খোদাদাদ খান পিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক অ্যাড. ওমর ফারুক সুমনসহ আওয়ামীলীগ, অ্যাড. আব্দুল বাকী, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
একটি মন্তব্য পোস্ট করুন