নওগাঁ প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা-কর্মীদের চাঙা রাখতে এবং দলের চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বদলগাছীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বদলগাছী সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে, উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছীতে) আসনের মনোনয়ন প্রত্যাশী ফজলে হুদা বাবুল এর উদ্যোগে শনিবার উপজেলা অডিটোরিয়ামে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য এমএ মতিন। এসময় বদলগাছী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা অলি আহমেদ রুমি'র সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. এবিএম রফিকুল ইসলাম, বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল, মহাদেবপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আফতাব উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার প্রমূখ। এসময় দুই উপজেলার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার দ্রæত মুক্তির দাবী ও সুস্থতা কামনা করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন