নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। শুক্রবার (১ জুন) সকালে তাদের আটক করা হয়।
আটকরা হল, সদর উপজেলার পয়না গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী সাবিনা (৩৫) এব মান্দা উপজেলার দেলুয়াবাড়ি গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে আহসান হাবিব (৪০)।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম শামসুদ্দিন বাংলানিউজকে জানান, এরা পুলিশের তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী । শুক্রবার সকালে গোপণ সংবাদের ভিত্তিতে শহরের বালুডাঙ্গা বাস টার্মিনালে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। আটকের পর তাদের কাছ থেকে ২৬ গ্রাম হিরোইন এবং ১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, আটকের পর তাদের বিরুদ্ধে নিজ নিজ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন