ঠাকুরগাঁওয়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৫

হাসেম আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: খুলনাগামী বিআরটিসি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের সহকারী(হেলপার) আব্দুর রহিম (৩৮) নিহত হয়েছেন। সোমবার সকালে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৯ মাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত আব্দুর রহিমের বগুড়া জেলা সুত্রাপুরে বাসেদের ছেলে। এ সময় দুর্ঘটনায় আরো ১৫ যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে পঞ্চগড় থেকে ছেড়ে আসা খুলনাগামী বিআরটিসি বাস ও বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১৬জন আহত হয়। পরে বাসে আটকা পড়ে থাকা অবস্থায় বাসের হেলপারের ডান পা কেটে উদ্ধার করে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা।


বাসের হেলপার আব্দুর রহিমকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


এছাড়া আহতদের মধ্যে আরো ৩জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে সদর হাসপাতাল সূত্র জানায়।


ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মিয়া দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget