নওগাঁর বদলগাছীতে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে নিল স্ত্রী

আশরাফুল নয়ন, নওগাঁ: নওগাঁর বদলগাছীতে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে নিল স্ত্রী। আলোচিত এই ঘটনাটি ঘটেছে উপজেলার কৃষ্টপুর চকনরসিং গ্রামে।
জানা যায়, ঐ গ্রামের উপেন চন্দ্র হাওলাদারের স্ত্রী রীতা রানী ২ সন্তানের জননী স্বামীর প্রতি পরকীয়ার অভিযোগ তুলে গত শুক্রবার দিবাগত রাতে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ বেøড দিয়ে কেটে ফেলে। আহত স্বামী উপেন চন্দ্র হাওলাদারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে স্ত্রী রীতা রানীকে গ্রেপ্তার করে এবং কর্তনকৃত লিঙ্গটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানায় রীতা রানী জানায় তার স্বামীর অন্য মেয়ের সংগে সম্পর্ক রয়েছে। ঐ মেয়ের হাত ধরে টেনে নিয়ে গেছে জঙ্গলে এটা সে সইতে না পেরে স্বামীর লিঙ্গ কর্তন করেছে। ভুল বুঝাবুঝির ভুলে সংসার জীবনের সবচেয়ে কাছের ভালবাসার মানুষটির জীবন পঙ্গু করে দিলেন ঘাতক স্ত্রী।
বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহিনুর রহমান ও এসআই নিপেন্দ্রনাথ জানায় রীতা রানীকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে উপেন চন্দ্র হাওলাদারের মামা বাদল চন্দ্র হাওলাদার বাদী হয়ে রীতা রানীর বিরুদ্ধে ৩২৬ ও ৩০৭ ধারায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget