যশোরের শার্শায় ট্রাক চাপায় নিহত-১

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: শার্শা উপজেলাধীন নাভারন-সাতক্ষীরা সড়কে ট্রাক চাপায় সুজন হোসেন (২৬) নামে এক পথচারীনিহত হয়েছে।
শনিবার(০৯জুন) বিকাল ৫ টার দিকে নাভারন- সাতক্ষীরা সড়কে তুলিসিনেমার সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত পথচারী উপজেলার যাদবপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে।স্থানীয়রা জানান, সুজন রাস্তার ফুটপথ দিয়ে হেটে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় নাভারণ আনছার ক্যাম্প সংলগ্ন তুলি সিনেমারসামনে পৌছালে পিছন দিক দিয়ে দ্রæত গতিতে আসা একটি মাটি বহনকারী ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা
তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নাভারণ হাইওয়ে পুলিশের উপপরিদর্শশক পলিটন মিয়া জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget