মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাহিদা বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন তার স্বামী সাইদুর রহমান (৫৬)। গতকাল শনিবার সকালে উপজেলার ভিমপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে সাহিদা বেগম বাথরুমে ঢুকে লোহার দরজা লাগাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় সাইদুর রহমান তাকে ধরলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দিলে স্বামী-স্ত্রী মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই সাহিদার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সাইদুরকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন