ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে দুস্থ্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে দাতা সংস্থা হেল্পিং হ্যান্ড ফর রিলিফ এন্ড ডেভলপমেন্ট (এইচএইচআরডি) এবং স্মোলকাইডনেস বাংলাদেশ (এসকেবি) এর আয়োজনে এসব রমজান খাদ্য প্যাকেট বিতরণ করা হয়। উপজেলার ১শত দুস্থ্য প্রত্যেককে ১৫ কেজি চাল,দেড় কেজি চিনি,১লিটার তেল,৫০ গ্রাম গুড়া ঝাল,২ প্যাকেট সিমাই,আলু ২ কেজি,২ কেজি পিয়াজ,১কেজি খেজুড়,দুধ ৫০ গ্রাম,রসুন ২৫০ গ্রাম ও লবণ ১কেজি। এসব খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.মঈন উদ্দিন,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা.মাজেদা বেগম প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন