নওগাঁ প্রতিনিধি: র্যালী ও আলোচনা সভা ও পুরষ্কার বিতরনের মধ্যে দিয়ে নওগাঁয় আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের জিলা স্কুল মাঠ থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন, সিভিল সার্জন ডাঃ মুমিনুল হক, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুর রহমান, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন