রাজশাহীর গোদাগাড়ীতে ২৪ মাদকসেবীর কারাদণ্ড

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে ২৪ মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আকতার এদের প্রত্যেককে ছয় মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দেন।


আইনি প্রক্রিয়া শেষে পরে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। এর আগে রোববার বিকেল থেকে রাত পর্যন্ত বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ওই ২৪ জনকে গ্রেফতার করে র্যাব।


সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ মাদকসেবীকে গ্রেফতার করা হয়। এরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। প্রকাশ্যে মাদক সেবন ও গণউপদ্রব সৃষ্টির দায়ে তাদের গ্রেফতার করে র্যাব।


অভিযানে ৬২৩ গ্রাম গাঁজা, ১০টি কলকি এবং ৯টি দিয়াশলাই উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে নেয়া হয় গ্রেফতারকৃতদের। এ সময় আদালত প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।


আইনি প্রক্রিয়া শেষে তাদের রাজশাহী কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া উদ্ধারকৃত গাঁজাসহ অন্যান্য উপকরণ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget