প্রতিনিধি নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলার কোলাপালশা গ্রাম থেকে ৮৩ হাজার টাকার জাল নোটসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে জাল নোটসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার অনন্তপুর গ্রামের মৃত. ইউসুফ আলীর ছেলে সিদ্দিক মন্ডল (৩১) ও নওগাঁর বদলগাছী উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত. শহিদুল ইসলামের ছেলে হাসান আলী চৌধুরী (৩৮)।
শুক্রবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, আসন্ন ঈদউল ফিতরকে সামনে রেখে জাল নোট সিন্ডিকেটের সদস্যরা বেশ কিছু জালনোট নওগাঁর বাজারে ছাড়ার পরিকল্পনা করছে এমন তথ্যর ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজানুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্সসহ বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের কোলাপালসা গ্রামের কয়াভবানীপুর-তেতুলিয়া সড়কে অভিযান চালিয়ে জাল নোট সিন্ডিকেটের সদস্য সিদ্দিক মন্ডল ও হাসান আলী চৌধুরীকে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশী করে ৮৩টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করে। জাল নোটগুলোর সবই একই নম্বরের। এ সিন্ডিকেটের অন্য সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। প্রেস ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রাকিবুল আক্তার, নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়, জেলা গোয়েন্দা শাখা নওগাঁর ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম শামসুদ্দিন, গোয়েন্দা শাখা নওগাঁর পরিদর্শক আব্দুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাদী হয়ে নওগাঁর বদলগাছী থানায় একটি মামলা দায়ের করেছেন।
বাবুল আখতার রানা
একটি মন্তব্য পোস্ট করুন