বাংলাদেশের জনগন গনতন্ত্র চাই, সংবিধান নিয়ে কাউকে ফুটবল খেলতে দেয়া হবে না

ব্রাক্ষণবাড়িয়া (আখাউড়া): আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এড. আনিসুল হক বলেছেন গনতন্ত্র হল একটি দেশের উন্নয়নের মূলমন্ত্র। কোন দেশে যদি গনতন্ত্র না থাকে তাহলে দেশে উন্নয়ন হয় না। বাংলাদেশের জনগন গনতন্ত্র চাই। আর গণতন্ত্রেই থাকবে। আমরা গনতন্ত্রের ধারা অব্যাহত রাখব।


সেই গণতন্ত্রের ধারাবাহিকতায় নির্বাচন কমিশন আছে। সেই নির্বাচন কমিশনার সুষ্ঠ নির্বাচন করবে। বাংলাদেশ সরকারের নেতৃত্বে তখন থাকবে গণতন্ত্রের ধারাবাহিকতায় নির্বাচিত শেখ হাসিনার সরকার। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান নিয়ে কাউকে ফুটবল খেলতে দেয়া হবে না।


রোববার বিকালে উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সামনে নির্বাচন সজাগ থাকবেন। আর সেই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। নির্বাচনে অংশ গ্রহন না করতে অনেক তালবাহানা চলছে। আপনারা সেই ষড়যন্ত্রকে প্রত্যাখ্যান করবেন।


বাংলাদেশের জনগন যদি আগামী নির্বাচনে আমাদেরকে জয়ী করেন তাহলে আমরা আবার উন্নয়নের ধারা অব্যাহত রাখব। বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন আমরা দেশে উন্নয়নের চাকা অব্যাহত রাখতে চাই। আর বিএনপি ষড়যন্ত্রের চাকা অব্যাহত রাখছে। তারা আগুন সন্ত্রাস নিরহজনকে হত্যা করা বাসে পেট্রোল মারা বোমা ফেলা এটা হচ্ছে তাদের রাজনীতি। আর আমরা উন্নয়নের কাজে শেখ হাসিনার নেতৃত্বে নিজেদেরকে নিয়োজিত রেখেছি। যে কোন মূল্যেআমরা গনতন্ত্রের ধারা অব্যাহত রাখব।


মোগড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. নওয়াব মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, আইন মন্ত্রীর একান্ত সচিব মো. রাশেদুল কায়সার জীবন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো. আবুল কাশেম ভূইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা আক্তার পিওনা, ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মো. মনির হোসেন, সাবেক মেম্বার মো. মতি মিয়া, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মো. শহিদুল হক উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈয়দ তানজিল শাহ ,সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget