নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় সড়ক দূর্ঘটনায় হুমায়ন কবীর (৩২) নামে এক জেলা কারারক্ষী মারা গেছেন। বৃহস্পতিবার বিকলে সাড়ে ৪টার দিকে উপজেলার সতিহাট বাজারের বাসস্ট্যান্ড খড়িপট্টি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তিনি রাজশাহী জেলার মোহনপুর উপজেলার দূর্গাপুর গ্রামের আকবর আলীর ছেলে।
জেলা কারাগার ও স্থানীয় সূত্রে জানা যায়, হুমায়ন কবীর নওগাঁ জেলা কারাগারে কারারক্ষী ছিলেন। সম্প্রতি তিনি রাজশাহীতে বদলী হন। নতুন কর্মস্থলে যোগদান এবং বাড়ী ভাড়া নিয়ে থাকার জন্য নওগাঁ থেকে মোটরসাইকেল নিয়ে রাজশাহীতে যাচ্ছিলেন। অপরদিকে রাজশাহী থেকে একটি যাত্রীবাহি বাস নওগাঁর দিকে আসছিল। পথিমেধ্য নওগাঁ- রাজশাহী মহাসড়কে সতিহাট বাজারের বাসস্ট্যান্ড খড়িপট্টি এলাকায় যাত্রীবাহি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক বাসটি পালিয়ে গেছে।
একটি মন্তব্য পোস্ট করুন