নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জেলা পুলিশের মাসিক কল্যানসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১০টা থেকে পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. ইকবাল হোসেন। সভায় বিগত মাসে মাসে উল্লেখযোগ্য অবদান রাখায় পুলিশ সুপার জেলার কয়েকজন অফিসার্স ইনচার্জকে ফুলের শুভেচ্ছা জানান।
সভায় জানানো হয় নওগাঁয় ইতিপূর্বে সকল ঈদে একাধিক বেপরোয়া মোটরসাইকেল চালক তরুনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কিন্তু এ বছর পুলিশ সুপারের নিবিড় তত্বাবধান এবং সঠিক নির্দেশনার কারনে এ ধরনের মেকান মৃত্যুর ঘটনা ঘটে নি। এ ছাড়াও পুলিশ সুপারের দক্ষ নির্দেশনায় পরিচালিত মাদক বিরোধী অভিযানে অধিক সফলতা অর্জনের জন্য জেলা পুলিশের সকল কর্মকর্ত্ াও সদস্যদের পক্ষ থেকে পুলিশ সুপারকে শুভেচ্ছাস্বরুপ ক্রেষ্ট প্রদান করা হয়।
এ অনুষ্ঠানে মান্দা থানার অফিসার্স ইনচার্জ মো. আনিছুর রহমান অন্য জেলায় বদরী হওয়ায় তাকে বিদায় সম্বর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশিদুল হক, অতিরিক্ত্ পুলিশ সুপার রকিুবল আকতার, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন, নিয়ামতপুর খানার অফিসার্স ইনচার্জ তোরিকুল ইসলাম এবং ধামইরহাট থানার অফিসার্স ইনচার্জ জাকিরুল ইসলাম, বিদায়ী অফিসার্স মো. আনিছুর রহমান বক্তব্য রাখেন।
একটি মন্তব্য পোস্ট করুন