সৌদি আরবে স্ত্রীর বিয়ের গুজবে রাণীনগরে স্বামীর আত্মহত্যা!

এফ এম আবু ইউসুফ রাণীনগর (নওগাঁ): নওগাঁর রাণীনগরে স্ত্রীর উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে স্বামী মানিক শেখ (৩৬) আতœহত্যা করেছে। সৌদি আরবে মানিকের স্ত্রী অন্য একজনকে বিয়ে করেছে এমন গুজব গ্রামে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে গত রবিবার গভীর রাতে স্ত্রীর সাথে মোবাইল ফোনে কথা বলতে বলতে গলায় ফাঁস দেয় মানিক শেখ। গতকাল সোমবার সকালে রাণীনগর থানাপুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।


জানা গেছে, রাজশাহীর চাঁপাই নবাবগঞ্জ উপজেলার আমনুরা পাওয়েল এলাকার মৃত নূরুল ইসলামের ছেলে মানিক শেখ গত প্রায় ১৭ বছর আগে নওগাঁর রাণীনগর উপজেলার চকাদীন এলাকায় এসে লেপ, তোষক, বালিশ তৈরি করে ব্যবসা করছিলেন। রাণীনগরে ব্যবসা করার এক পর্যায় চকাদিন গ্রামের বাছেদ আলীর মেয়ে দিলরুবা কে বিয়ে করেন মানিক শেখ। তাদের সংসার জীবনে জন্ম নেয় তিন ছেলে। হতদরিদ্র ও অস্বচ্ছল সংসারে স্বচ্ছলতা ফিরে আনতে গত দুই বছর আগে স্ত্রী দিলরুবাকে সৌদি আরবে পাঠায়। স্ত্রীর পাঠানো টাকায় জায়গা কিনে বাড়ী তৈরি করে তিন ছেলেকে নিয়ে বেশ সুখেই বসবাস করে আসছেন মানিক। এমতবস্থায় গত প্রায় তিন/চার মাস আগে থেকে স্বামী মানিক তার স্ত্রী দিলরুবাকে বিদেশ থেকে বাড়ীতে আসার চাপ দিতে থাকে। কিন্তু কিছু কাগজপত্রের জটিলতার কারণে আসতে পারছে না জানালে এবং বিভিন্ন লোকজনের উস্কানিমূলক কথায় স্ত্রীর প্রতি নানা রকম সন্দেহ সৃষ্টি হয় মানিকের। গত ৩/৪ দিন আগে মানিক নিজেই বন্ধু-বান্ধবদের কাছে মন্তব্য করে যে, তার স্ত্রী দিলরুবা সৌদিতে যাওয়ার পর হয়তো অন্য কাউকে বিয়ে করেছে। এই সন্দেহের জ্বের ধরে রবিবার গভীর রাতে স্ত্রী দিলরুবার সাথে মোবাইল ফোনে কথা বলতে বলতে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করার কথা বলে মানিক। মানিকের কথায় ঘোর আশংকা দেখা দিলে সৌদি আরব থেকে দিলরুবা তার মা’কে মোবাইল ফোনে সাথে সাথে বিষয়টি জানায়। এসময় শ্বাশুড়ি দ্রæত মানিকের বাড়ীতে পৌছে জানালা দিয়ে মানিকের ঝুলন্ত লাশ দেখতে পায়। স্থানীয় লোকজনদের ডেকে তুলে টিনের চালা কেটে ঘরে প্রবেশ করে লাশটি নামায়। খবর পেয়ে সোমবার সকালে রাণীনগর থানাপুুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।


এব্যাপার মানিকের শ্বাশুড়ি নাজিরা বিবি জানান, গত ২/৩ দিন আগে থেকে আমার জামায় একে-ওকে বলছে আমার মেয়ে নাকি সৌদিতে বিয়ে করেছে। এটা নিয়ে আমার সাথে জামাইয়ের প্রায়ই কথা কাটা-কাটি হতো। রবিবার রাতে সৌদি থেকে মেয়ে ফোন করে বলছে, তোমার জামায় গলায় দড়ি দিচ্ছে! এমন কথা শুনে আমি দ্রæত জামাইয়ের বাড়ীতে পৌছে জানালা দিয়ে জামাইয়ের ঝুলন্ত লাশ দেখতে পাই।


রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান জানান, সৌদি প্রবাসী স্ত্রীর সাথে পারিবারিক কলহের জ্বের ধরে মানিক শেখ গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget