তিস্তা নদীতে গোসলে নেমে দুই বোনের করুণ মৃত্যু

রংপুর: রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে তিস্তা নদীতে গোসলে নেমে জেসমিন (১০) ও সুমাইয়া (৭) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে হারাগাছের ধুনগারা দালালহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা ওই এলাকার ইদ্রিস আলীর মেয়ে এবং শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও প্রথম শ্রেণির শিক্ষার্থী।


স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে বাড়ি সংলগ্ন তিস্তা নদীতে গোসল করতে যায় জেসমিন ও সুমাইয়া। তারা যে স্থানে গোসল করছিল তার পাশে থেকে বালু উত্তোলনের ফলে বিরাট খালের সৃষ্টি হয়।


অসাবধানতাবশত প্রথমে সুমাইয়া সেই খালে পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে জেসমিনও খালে পড়ে যায়। পরে স্বজনরা অনেক চেষ্টার পর বেলা ৩টার দিকে দুই বোনের মরদেহ উদ্ধার করে।


স্থানীয় হারাগাছ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মামুন-অর-রশীদ দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় কিছু বালু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় ওই জায়গায় বিরাট খালের সৃষ্টি হয়। সেই খালে পড়ে দুই বোনের মৃত্যু হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget