মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল পৌরসভায় পবিত্র ঈদ উপলক্ষে ৪৬২০ জন দুস্থ মানুষের মাঝে ভিজিএফ এর চাউল বিতরন করা হয়। মঙ্গলবার সকাল ৬ টা থেকে এ চাউল দেয় বেনাপোল পৌরকর্তৃপক্ষ।
বেনাপোল পৌর সভায় চাউল নিতে আসা দুস্থ নারী চায়না আক্তার জানান, আমি ১০ কেজি চাউল পেয়ে খুব খুশি। আমার অনেক উপকারে আসবে। আমার মত শত শত নারী ও পুরুষরা এ চাউল পাচ্ছে। বাজারে ৫০ টাকা চাউলের কেজ্ ি। তাই আমাদের ঈদের সময় এ চাউল পেয়ে খুব উপকার হলো।
বেনাপোল পৌর সভার সচিব রফিকুল ইসলাম বলেন, ভিজিএফ এর মাধ্যমে চাউল বিতরন হয়েছে যে সব দুস্থদের ভিতর, তার ভিতর মহিলারা হলো ৭০%। তিনি বলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা আজ ভিজিএফ এর মাধ্যমে নয় তিনি বয়স্ক ভাতা ভিধবা ভাতা ,মুক্তি যোদ্ধা ভাতা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
চাউল বিতরনের সময় কোন রকম অনিয়ম যাতে পরিলক্ষিত না হয় সে দিকে খেয়াল রাখার জন্য পৌর মেয়র আশরাফুল আলম লিটন নির্দেশ প্রদান করেন।
একটি মন্তব্য পোস্ট করুন