গত শুক্রবার ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হন ফিলিস্তিনি নার্স রাজন আল নাজ্জার। গত শনিবার তার জানাজায় হাজারো মানুষের ঢল নেমেছিল। আল নাজ্জারের মৃতদেহ ফিলিস্তিনি পতাকায় মোড়ানো ছিল। তার মরদেহ বয়ে নিয়ে যাওয়ার সময় হাজার হাজার মানুষ যোগ দেন। যেসব আহত বিক্ষোভকারী নাজ্জারের চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন, তারাও এতে উপস্থিত ছিলেন।
ফিলিস্তিনিরা নাজ্জারের এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের ঘোষণা দেন। জানাজায় নাজ্জারের রক্তমাখা পোশাক হাতে নিয়ে হাজির হন তার শোকগ্রস্ত বাবা।
আল নাজ্জারের মরদেহ দাফনের আগে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেসময় এক ফিলিস্তিনি বলেন, আমাদের প্রাণ ও রক্তের বিনিময়ে তোমার শাহাদতের মর্যাদা রক্ষা করব।
স্থানীয়রা বলেন, এ অঞ্চলে রাজন খুবই পরিচিত একটা মুখ ছিল। ফিলিস্তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেবদূত হিসেবে আঁকা তার ছবি ছড়িয়ে পড়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন