সিরাজগঞ্জ: দায়িত্বে অবহেলা ও কর্মক্ষেত্রে ফাঁকি দেয়ার অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশের তিন উপ-পরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরের দিকে পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্তির আদেশ দেন। এরা হলেন- এসআই সামিউল ইসলাম, নওজেশ আলী ও আফজাল হোসেন।
শাহজাদপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাকিবুল ইসলাম রাকিব মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করে বলেন, দায়িত্ব অবহেলা ও কর্মক্ষেত্রে ফাঁকি দেয়ায় ওই তিন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। এ অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপার তাদের প্রত্যাহারের নির্দেশ দেন।
একটি মন্তব্য পোস্ট করুন