সান্তাহারে ফুটবল প্রেমীদের পতাকা উড়ানোর ধূম

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি: বিশ্বকাপ ফুটবল আসরের আর মাত্র ২ দিন বাঁকী। আগামী ১৪ জুন রাসিয়ায় শুরু হবে বিশ্বকাপ ফুটবল ২০১৮ এর আসর। এ আসরকে ঘিরে বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল প্রেমী দর্শকদের মত বাংলাদেশের দর্শকদের মাঝে আনন্দের জোয়ার বৈইতে শুরু করেছে। বিশ্বকাপ উদ্বোধনে দুইদিন পরই হতে পারে পবিত্র ঈদুল ফিতর। ফলে যোগ হবে ঈদের বাড়তি আনন্দ। ফলে বিশ্বকাপ ও ঈদের বারতি আনন্দ মিলে সারাদেশের ন্যায় পশ্চিম বগুড়ার আদমদীঘি- সান্তাহার শহরও এর আশপাশের প্রত্যন্তঞ্চলের মানুষ আনন্দে মেতে উঠেছে। প্রতিটি বাসা বাড়িতে ফুটবলপ্রেমী মানুষ বিশ্বকাপে অংশগ্রহনকারী দলের সমর্থক হয়ে কে কোন দলকে সমর্থন করছেন সে সবদলের পরিচয় দিতে শুরু করেছে। ইতিমধ্যেই ফেসবুক প্রোইলে নিজের ছবির সাথে,বাসা বাড়িতে দোকানপাট,বিভিন্ন যানবাহনে,গাছে গাছে প্রিয় দলের পতাকা উড়িয়ে এমনকি ফুটবল প্রেমি নারী, পুরুষ, শিশু কিশোর, কিশোরীর কেউ কেউ নিজের কপালে ও গালে পতাকা আকিঁয়ে প্রিয় দলের প্রচার করছে। অংশগ্রহনকারী দল ব্রাজিল, জার্মানিসহ কমবেশী সবদলের পতাকা দেখা গেলেও এলাকায় ম্যারাডোনা ও চারবারে বিশ্বসেরা মেসির দেশ আর্জেন্টিনার পতাকা উড়ছে সবচেয়ে বেশী যেদিকে চোখ যায় সেদিকেই এদলের পতাকা উড়তে দেখা যাচ্ছে।সান্তাহার মনিকা মার্কেটের মূলফটকেও দেখা গেছে রকি নামের একজন মেসির ছবি সম্বলিত আর্জেন্টিনার পতাকা আকারের ব্যানার লাগিয়েছেন। মেসার্স কুদ্দুস অটোজের আবু সাঈদ সাগর তার মটরসাইকেলের সামনে পতাকা লাগিয়ে সাপোর্টের বিষয়টি জানান দিচ্ছেন। পাশাপাশি ২০১৮ সালের বিশ্বকাকের সেই স্বপ্নের ট্রফি কোন দল জয় করবে তা নিয়ে হোটের,রোস্তরোয়,চায়ের দোকানে, ট্রেনে,বাসে বাসা বাড়িসহ সবখানেতে চলছে একই আলোচনা। আর এই জল্পনা কল্পনা ও আলোচনার অবশান ঘটবে এ বিশ্বকাপের চুরান্ত ফাইনাল খেলায় ফলে সবাই তাকিয়ে আছে ফাইনালের এই দিনটির দিকে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget