নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় যাত্রীবাহী বাসচাপায় জাহাঙ্গীর আলম (৩০) নামে এক মোটরসাইকলে আরোহী নিহত হয়ছেনে। এ ঘটনায় দুলাল হোসনে নামে একজন আহত হয়ছেনে। শনবিার সকাল ১০টার দকিে উপজলোর বাঁকরইল মোড়ে এ র্দুঘটনা ঘট। নিহত জাহাঙ্গীর আলম উপজলোর বনগ্রামরে মৃত তকমিুদ্দনিরে ছলে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি-তদন্ত) জহুরুল হক বলনে, সকালে জাহাঙ্গীর আলম ভাতজিা দুলালকে সঙ্গে নয়িে মোটরসাইকলেযোগে জলোর সাপাহার উপজলোয় বাজার করতে যাচ্ছলিনে। অপরদকিে ঢাকা থকেে হানফি পরবিহনরে একটি যাত্রীবাহী বাস সাপাহার যাচ্ছলি। পথমিধ্যে উপজলোর বাঁকরইল মোড়ে বাসটি পছেন থকেে মোটরসাইকলেটকিে ধাক্কা দয়ে।
এতে মোটারসাইকলেে থাকা দু’জন রাস্তার উপর ছটিকে পড়নে। গুরতর অবস্থায় স্থানীয়রা তাদরে উদ্ধার করে সাপাহার উপজলো স্বাস্থ্য কমপ্লক্সেে নয়িে গলেে চকিৎিসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করনে। দুলালরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চকিৎিসার জন্য রাজশাহী মডেকিলে কলজে হাসপাতালে র্ভতি করা হয়ছে।
একটি মন্তব্য পোস্ট করুন