আহত বিক্ষোভকারীদের সহায়তা করায় ফিলিস্তিনি নার্সকে হত্যা

রাজান আল নাজ্জার নামের (২১) এক ফিলিস্তিনি নার্সকে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী। গত শুক্রবার গাজা সীমান্তে আহত বিক্ষোভকারীদের সহায়তা করতে গিয়েছিলেন তিনি। আর এ জন্য তাকে হত্যা করা হয়। এদিকে, ইসরায়েলের দাবি, জঙ্গীরা সে সময় তাদের বাহিনীর ওপর বন্দুক ও গ্রেনেড হামলা চালিয়েছে।


একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দক্ষিণ গাজা শহরের খান ইউনিসে ওই নার্স গুলিবিদ্ধ হয়েছেন। একজন আহত ব্যক্তিকে সহায়তা করতে গেলে তাকে গুলি করে হত্যা করে স্নাইপাররা।


তিনি জানান, নাজ্জার সাদা ইউনিফর্ম পরিহিত ছিলেন। তিনি দুই হাত উপরে তুলে আহতদের সাহায্যে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু ইসরাইলি সেনারা তার বুকে গুলি করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।


জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন স্বেচ্ছাসেবী ছিলেন নাজ্জার।


প্রসঙ্গত, গাজা উপত্যকায় গত ৩০ মার্চ বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এই হত্যাকাণ্ড সহ নিহতের সংখ্যা ১২৩ জনে দাঁড়িয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget