মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধিঃ বাংলাদেশী রফতানী পন্যবাহি ট্রাকে চাপা পড়ে ভারতীয় একজন শ্রমিক নিহত হওয়ায় ট্রাক ড্রাইভারেকে আটক করে বেধড়ক মারপিট করে ভারতীয় পুলিশের কাছে সপর্দ করেছে সেদেশের শ্রমিকরা।
বুধবার সন্ধ্যা ৬ টার সময় আরিফুল নামে বাংলাদেশের ট্রাক ড্রাইভার ( গাড়ি নং- সিএ-১১-৪১৭৭) গার্মেন্টস পন্য সামগ্রী নিয়ে ভারতীয় টার্মিনালে প্রবেশ করে। সেখানে সে অসতর্কভাবে গাড়ি চালানোর সময় সেদেশের একজন শ্রমিক তার গাড়ির নীচে চাপা পড়ে। এ ঘটনায় বিক্ষুব্ধ ভারতীয় শ্রমিকরা ড্রাইভারকে বেধড়ক মারপিট করে পুলিশে সপর্দ করে।
বাংলাদেশের রফতানি গেটের কাস্টমস সিপাই ইমরান হোসেন বলেন ড্রাইভার আরিফকে মারপিট করায় সে অসুস্থ হয়ে পড়লে ভারতীয় পুলিশ তাদের বনগাঁও মহাকুমার একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে। এবং গাড়িটি আটক করেছে।
বেনাপোল বন্দর পরিচালক আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছে।
একটি মন্তব্য পোস্ট করুন