নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মহিলা কর্মউন্নয় সমিতির সদস্যদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকালে শহরের জনকল্যান নৈশ্য বিদ্যালয়ে মহিলা কর্মউন্নয় সমিতির উপদেষ্টা বিলকিস বানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মহিলা কর্মউন্নয় সমিতির সদস্যদের সঙ্গে তাদের জীবন মান উন্নয়ন ও মাদক বাল্য বিবাহ বিষয়ে মতবিময় করেন নওগাঁর জেলা প্রশাসক মো: মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সুজন সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল, বৈশাখী টিভির প্রতিনিধি এবাদুল হক, মহিলা কর্ম উন্নয় সমিতির সভাপতি ও সুজন সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির সহ-সভাপতি নূর নাহার সুষমা সাথী, মানবিধিকার নওগাঁ জেলা কমিটির সহ সভাপতি মৌসুমি সুতানা শান্ত, অনলাইন সাহিত্যচর্চা সংগঠন “কথোপকথন” সদস্য ফারাহ দিবা বৃষ্টি প্রমুখ সহ অনুষ্ঠানে প্রায় শতাধিক নারী সদস্য উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন