নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় শহীদ পুলিশ সুপার নাজমুল হক পাঁচদিন ব্যাপী গাদল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে নওগাঁ সদর উপজেলার লখাইজানি গ্রামের মাঠে গাদল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ওয়ান স্টার গাদল দল মহাদেবপুর গাদল দলকে ৪-০ পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ মোফাজ্জল এবং ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন জাহাঙ্গীর।
খেলায় প্রধান অ্যাম্পেয়ার প্রফেসর শরিফুল ইসলাম খান এবং সহকারী অ্যাম্পেয়ার হিসেবে অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, প্রতাপ চন্দ্র সরকার, আশিষ সাহা, মোশাররফ হোসেন, রন্্জু আহমেদ, ফিরোজ হোসেন, রায়হান, হিরো দায়িত্ব পালন করেন।
এসময় একুশে পরিষদ লখাইজানি শাখার সভাপতি ফিরোজ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আক্তার, একুশে পরিষদের উপদেষ্টা প্রফেসর শরিফুল ইসলাম খান, একুশে পরিষদ নওগাঁর সাধারণ সম্পাদক এম এম রাসেল, একুশে পরিষদ লখাইজানি শাখার সাধারণ সম্পাদক আজিজুর রহমান স্বপন, রফিকুদ্দৌলা রাব্বি প্রমূখ। খেলা শেষে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আক্তার পুরস্কার বিতরণ করেন। খেলা শুরুর আগে শহীদ পুলিশ সুপার নজমুল হকের অত্মার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। গত ১৮ জুন খেলাটি শুরু হয়। এতে ১৬টি দল অংশগ্রহণ করে।
একটি মন্তব্য পোস্ট করুন