প্রধান শিক্ষকদের ১০ তম ও সহকারি শিক্ষকদের ১১ তম গ্রেডে বেতন উন্নতি করণের লক্ষ্যে নওগাঁয় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: প্রধান শিক্ষকদের ১০তম ও সহকারি শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন উন্নতি করণের লক্ষ্যে নওগাঁয় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপূরে নওগাঁ বিএমসি মহিলা কলেজের হল রুমে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নওগাঁ জেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নওগাঁ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি জাহিদ রাব্বানীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বাঁধর খান পাঠান ববি, সদস্য আবুল কালাম আজাদ।
অন্যোর মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাট শিক্ষক সমিতির সভাপতি আবু রায়হান, বগুড়া শিক্ষক সমিতির সভাপতি মো. আলাউদ্দিন, রাণীনগর শিক্ষক সমিতির সভাপতি এমদাদুল হক, প্রধান শিক্ষক শাহানাজ ফেরদৌস, সহকারি শিক্ষক তন্ময় কুমার ভৌমিক, বকুল হোসেন প্রমূখ।
সমাবেশে প্রধান শিক্ষকদের ১০তম ও সহকারি শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন উন্নতি করণ, সহকারি শিক্ষকদের মধ্যে প্রধান শিক্ষকসহ অন্যান্যে পদে পদান্নতি করাসহ বিভিন্ন দাবি জানানো হয়। সমাবেশে জেলা সদরসহ ১১টি উপজেলার প্রায় তিনশ’ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget