ঈদ আর হলো না মিতার

নওগাঁ প্রতিনিধি:নওগাঁর মান্দা উপজেলার রাজশাহী -নওগাঁ মহাসড়কের চেয়ারম্যানের মোড় নামক স্থানে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নানা ও নাতনি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই গাড়ির চালকসহ তিনজন। সোমবার (১১ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলো- উপজেলার সূর্য নারায়ণপুর গ্রামের ইব্রাহীম হোসেন (৫৬) ও তার নাতনি রোকাইয়া আক্তার মিতা (১৪)।


মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, সকালে বাবা ও নানার সঙ্গে রাজশাহী থেকে অটোরিকশায় করে নওগাঁ আসছিল মিতা। পথে অটোরিকশাটি উপজেলার চেয়ারম্যানের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকাআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মিতা ও তার নানা।


ঘটনাস্থল থেকে দুই গাড়ির চালক ও মিতার বাবা আলমগীর হোসেনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঈদ উদযাপনের জন্য ঢাকা থেকে রাজশাহী হয়ে নওগাঁ আসছিল ওই পরিবারটি।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget