নওগাঁয় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় গ্রাম আদালত থেকে জেলা লিগ্যাল এইড কমিটিতে বিরোধ/মামলা রেফারেল করার পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় নওগাঁ সদর উপজেলার হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


কর্মশালায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসতানজিদা পারভীন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপ-পরিচালক (প্রশাসন) জেলা যুগ্ম জজ আবেদা সুলতানা, সহকারী পরিচালক (প্রশাসন) সিনিয়র সহকারী জজ কাজী ইয়াসিন হাবীব, জেলা লিগ্যাল এইড সিনিয়র সহকারী জজ এজিএম মনিরুল হাসান সরকার।

কর্মশালায় সদর উপজেলা ও বদলগাছী উপজেলার ইউনিয়ন পরিষদ সচিব ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেট অংশনেয়। কিভাবে জাতীয় আইনগত সহায়তা প্রদান করা সম্ভব সেসব বিষয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা করা হয়।


গত ১৪ মে থেকে ২ জুন পর্যন্ত জেলার ৯৯ টি ইউনিয়নে প্রায় ১ হাজার ৫০০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়। যার অর্ধেকই নারী।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget