নওগাঁ’র পাহাড়পুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সড়ক দুর্ঘটনায় এরশাদ আলী (৫৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নওগাঁ সদর উপজেলার পাহাড়পুর বাজাওে  রবিবার সকাল সাড়ে ১০টায় এই দুর্ঘটনাটি ঘটেছে। নওগাঁ সদর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল হাই জানান নওগাঁ থেকে বদলগাছি অভিমুখী একটি দ্রæতগামী ট্রাকের নিচে পিষ্ট হয়ে মো. এরশাদ আলী নামের এক ব্যক্তি মারাত্মকভাবে আহত হন। আহত ব্যাক্তিকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।


দুর্ঘটনায় মৃত এরশাদ আলী (৫৩) পাহাড়পুর সরদার পাড়া’র মৃত এলাহী মন্ডলের ছেলে। নিহত এরশাদ বাঁশের ব্যবসা করতেন। বাড়িতে আত্মীয়স্বজন আসলে মিষ্টি কেনার জন্য পায়ে হেঁটে তিনি পাহাড়পুর বাজারে যান। মিষ্টির দোকানের সামনেই হঠাৎ একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন দ্রæত তাকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান এবং ভর্ত্তি করান। অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার সময় রাস্তার মাঝেই তার মৃত্যু হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget