মোঃ রাসেল ইসলাম,বেনাপোল: যশোরের শার্শার পাঁচভুলোটে সন্ত্রাসীর হামলায় আহত হয়েছে কাইয়ুম(৩৮) নামে এক যুবক। শনিবার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে পাঁচভুলোট গ্রামের মোঃ ইয়াকুব আলীর ছেলে সুলায়মান ও একই গ্রামের মৃত ইমাম আলীর ছেলে মুজিদ আলী মদ্য পান অবস্থায় কাইয়ুম ও রমজানকে চার্জার লাইট দিয়ে এলো পাতাড়ী মারধোর করে।
এসময় গ্রামের লোক জন ঘটনা স্থানে পৌছালে সেখান থেকে ওই দুই যুবক পালিয়ে যাই। পরের দিন বিকালে কাইয়ুম ও রমজান গোগা বাজরের ইফতার কিনতে যাওয়ার পথে সুলায়মান ও মুজিদ আলী রাস্তায় দা ও পিস্তল নিয়ে অবস্থান করে কাইয়ুমের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং রমজানকে পিস্তল নিয়ে তাড়া করে। এলাকার মানুষ ঘটনা স্থানে উপস্থিত হয়ে কাইয়ুমকে গ্রামের ডাক্তারের কাছে নিয়ে যাই সেখান থেকে ফেরত দিয়ে নাভারন হাসপাতালে পাঠালে সেখান থেকেও ফেরত পাঠিয়ে যশোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত কাইয়ুমের পিতা বলেন, শার্শা থানায় এবিষয়ে একটি মামলা করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন