সান্তাহারে ভিজিএফের চাউল বিতরনে অনিয়মের অভিযোগ

খোলা বাজারে চাল বিক্রি


তরিকুল ইসলাম জেন্টু,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহার পৌরসভার ভিজিএফ এর বিতরনকৃত চাউল খোলা বাজারে বিক্রিসহ নানা আভিযোগ পাওয়া গেছে। পবিত্র ঈদ উৎসব কেন্দ্রিক স্থানীয় গরীব দুঃখি মানুষদের দেয়া এসব ভিজিএফের চাউল সান্তাহার পৌরসভা ও পুলিশ ফাঁড়ির পার্শ্বেয় নতুন বাজারে প্রকাশ্যে বেচা-কেনা হলেও যেন দেখার কেউ নেই । জানাগেছে, সান্তাহার পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রায় ৩১,০৩৭ জন লোকের বসবাস। পবিত্র ঈদকে সামনে রেখে ৪,৬২১ জন লোকের মধ্যে ৪৬.২১ মেট্রিকটন চাউল বরাদ্দ দেয়া হয়েছে।
গত সোমবার সান্তাহার পৌরসভায় ৪হাজার ৬শত ২১জনকে ১০ কেজি ভিজিএফ চাউল বিতরণের সিলিপ দিলেও কয়েকজন স্থানীয় গরীব দুঃখি মানুষকে খালি হাতে বাড়ি ফিরতে লক্ষ্য করা গেছে। এছাড়া যারা চাউল পেয়েছে তারা পার্শ্বেয় নতুন বাজারে বিক্রি করেছে। আবার অনেকেই অভিযোগ করেছে দশ কেজির কম চাউল বিতরণ করা হয়েছে। নতুন বাজার এলাকার আমেনা নামের একজন মহিলাকে সিলিপ দেয়া হলেও চাউল না পাওয়ায তিনি ফিরে গেছেন । আবার এদিকে চাউল নিয়ে বের হলেই বাজারের কয়েকজন অসাধু ব্যাবসায়ীরা প্রকাশ্যেই এসব চাউল কিনতে ব্যাস্ত হয়ে পড়েন। সান্তাহার নতুন বাজারের চাল ব্যাবসায়ী শিপলুর দোকানে গিয়ে দেখা যায় লাইন ধরে চাল বিক্রি করছেন অনেকেই। এসময় শিপলু জানান চাউল বিক্রি করতে আসা কারো চাউল ১০ কেজি পরিমান ওজন পুরছেনা। স্বল্প মূলে এসব চাউল কিনছেন এখানকার ব্যাবসায়ীরা।
এবিষয়ে সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভ’ট্টু জানান, সকলকে চাউল দেয়া হয়েছে কেউ বাদ পড়েনি। তবে খোলা বাজারে সব জায়গায় চাউল বিক্রি হয় শুধু সান্তাহার নয়।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget