নওগাঁ সদর থানা পুলিশের দু:সাহসিক অভিযানে কূখ্যাত মাদক ব্যবসায়ী আজাদুল আটক

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদরথানা পুলিশের দু:সাহসিক অভিযানে ৬ গ্রাম হেরোইনসহ কূখ্যাত মাদক ব্যবসায়ী আজাদুল (৩৮) কে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২১ জুন ১৮) সন্ধা ৭টায় উপজেলার বুজরুক আতিথা গ্রামের হাপানিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আজাদুল সদর উপজেলার বুজরুক আতিথা গ্রামের মো. বদর উদ্দীনের ছেলে।


নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এস.আই (নি:) মো. আজাহার আলী সঙ্গীয়ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আজাদুল দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ পিছন থেকে তাকে ধাওয়া করে হাপানিয়া বাজার এলাকায় আসামির বসত বাড়ির সামনে রাস্তার উপর থেকে তাকে আটক করে। এসময় আজাদুলের নিকট থেকে ৬ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। আটকৃতের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget