নওগাঁয় ঈদের দিন থেকে আব্দুল জলিল শিশু পার্কে ছিল হাজার হাজার শিশু কিশোর, নারী পুরুষের উপঁচে পড়া ভীড়

মাহমুুদুুুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁয় ঈদের দিন শনিবার বিকেল ও ২য় দিন রবিবার সকাল থেকে আব্দুল জলিল শিশু পার্কে ছিল হাজার হাজার শিশু কিশোর, নারী ও পুরুষের উপঁচে পড়া ভীড়। নওগাঁ জেলা দেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম জেলা। এই জেলা ধানের জন্য বিখ্যাত হলেও এখানে মানুষের বিনোদনের জন্য তেমন কোন জায়গা নেই। শহরের কেন্দ্র বিন্দুতে পুরাতন একটি ছোট শিশু পার্ক থাকলেও পার্কের মাঝখানে একটি পুকুর আর হাটার জন্য রাস্তা ছাড়াও শিশুদের বিনোদনের জন্য তেমন কিছু নাই। শিশু কিশোর আর মানুষের বিনোদনের কথা ভেবে জননেতা আব্দুল জলিল শহরের বাইপাস সড়কের পাশে শিশু পার্কের জন্য জেলা পরিষদের তত্বাবধানে স্মৃতিসৌধ সংলগ্ন জমি অধিগ্রহন করে ২০১১ সালে এবং পরে ২০১৭ সালে প্রায় সাড়ে ৫কোটি টাকা ব্যয়ে আব্দুল জলিল শিশু পার্ক নামকরন করে উদ্ধোধন করা হয়। ঈদের দিন সকাল হতেই আব্দুল জলিল শিশু পার্কে ঠাই পরিমান কোন জায়গা থাকে নাই। আব্দুল জলিল শিশু পার্কে শিশু কিশোর আবাল বৃদ্ধ বনিতা সব শ্রেনী পেশার মানুষের উপঁচে পড়া ভীড়। জনগনের জন্য বিনোদনের উন্মুক্ত করে দেয়ায় এলাকার সব শ্রেনী পেশার মানুষ এখানে সময় দিচ্ছে। নওগাঁ শহরে শিশুদের বিনোদনের জন্য তেমন কোন জায়গা না থাকায় শিশুসহ আবাল বৃদ্ধ বনিতাসহ সর্বস্তরের মানুষের ঢল নামে এই পার্কে। জেলা পরিষদ নওগাঁর চেয়ারম্যান এ্যাড ফজলে রাব্বি বকু ও জলিল শিশু পার্ক নওগাঁর পরিচালক রফিকুল ইসলাম জানান শিশু পার্ক যুগোপযোগী আধুনিক মানের হওয়া সত্বেও প্রবেশ মুল্য প্রথমে ৩৫টাকা হয় কিন্তু সব শ্রেনী পেশার মানুষ ও বিশেষ করে শিশুদের কথা ভেবে তা এখন ২৫টাকা করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget