নওগাঁয় মাদক বিরোধী সাইকেল র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় পিকেএসএফ এর সহযোগীতায় বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমী সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আয়োজনে ‘মাদককে না বলুন, সুস্থ সুন্দর জীবন গড়–ন’ শ্লোগানকে সামনে রেখে মাদক বিরোধী সাইকেল র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় হাপানিয়া ইউনিয়ন পরিষদ চত্ত¡র থেকে স্থানীয় দেড় শতাধিক তরুণদের অংশগ্রহণে একটি মাদক বিরোধী সাইকেল র‌্যালি বের হয়। র‌্যালিটি লখাইজানি বাজার থেকে শুরু করে হাপানিয়া বাজার-শালুকান হয়ে লখাইজানি ইউনিয়ন পরিষদ চত্ত¡রে এসে সমাবেত হয়। পরে বেলা ১২টায় হাপানিয়া ইউনিয়ননওগাঁয় মাদক বিরোধী সাইকেল র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাপানিয়া ইউ,পি চেয়ারম্যান আফছার আলীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.মোস্তাফিজার রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অব্দুল হাই, মৌসুমী সংস্থার উপ-প্রধান নির্বাহী গৌতম কুমার ঘোষ, উপ-পরিচালক এরফান আলী প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা সরকারের এই মাদক বিরোধী উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদকের ভয়াবহতা সর্ম্পকে তুলে ধরে বলেন মাদক মুক্ত সমাজ গড়তে সকলকে সচেতন হতে হবে। এছাড়া যুব সমাজকে মাদকের পথ পরিহার করে সুস্থ সমাজ গড়ার আহবান জানানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget