নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় পল্লী সহযোগী বিষয়ক সংস্থা আরকোর অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের স্থানীয় হোটেল আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আরকোর প্রজেক্ট ম্যানেজার শুক্লা মূখার্জী।
দলিত আদিবাসী রাইটস, ইমপাওয়ারমেন্ট এন্ড এক্সেস টুওয়ার্ডস মেইনষ্ট্রিম ড্রিম প্রক্লপ ও আরকো’র আয়োজনে অনুষ্ঠিত অধিপরামর্শ সভায় বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মোঃ মোসলেম উদ্দীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বদরুজ্জেহা, মহাদেবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মাজহারুল ইসলাম, পতœীতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা, প্রাথমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, হাসেনবেগপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকেন্দার আলী, চেরাগপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, ধনজইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার মুহরী, এনায়েতপুর ইউনিয়নের আদিবাসী অভিভাবক বাচ্চু পাহান, নওগাঁ সরকারী কলেজের শিক্ষার্থী যতিন উরাও প্রমূখ।
অধিপরার্মসভায় দলিত ও আদিবাসীদের শিক্ষার মান উন্নয়নের বিষয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে মহাদেবপুর উপজেলার চেরাগপুর, মহাদেবপুর সদর, এনায়েতপুর, পতœীতলা উপজেলার পাটিচরা, পতœীতলা সদর ইউনিয়নের শিক্ষক ও আদিবাসী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, আরকোর অ্যাডভোকেসী অফিসার নওরীন আক্তার।
একটি মন্তব্য পোস্ট করুন