বিদেশ গিয়ে ১৯বছর নিখোঁজ আমিনুল

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: মোটা অংকের বেতন বিলাসী জীবন বেকারত্ব দূর সহ জীবনের উন্নয়নের জন্য বিদেশ গিয়ে না ফেরায় আমিনুল ইসলামের পরিবার দিশেহারা হয়ে পরেছে। পরিবারের লোকজন তাকে খুঁজে না পেয়ে পাগল প্রায়। কান্নাকাটি করে দিনাতিপাত করছে আমিনুলের পরিবার। ১৯৯৯সালে পরিবারকে জনায় “আমি সমুদ্র পথে ইতালি যাচ্ছি” এটাই ছিল তার শেষ কথা। এরপর থেকে পরিবারের সঙ্গে কোন যোগাযোগ নেই তার। ভাগ্যে কি ঘটেছে কেউ জানে না তবে, পরিবারের লোকজন আশায় বুক বেঁধেছেন একদিন তিনি বাড়ি ফিরে আসবেন। খোঁজ নিয়ে জানা যায়, নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের খোশলবাড়ী গ্রামের মৃত নঈম উদ্দিন সরদারের ছেলে আমিনুল ইসলাম একজন এজেন্টের মাধ্যমে প্রায় দুই লক্ষ টাকার বিনিময়ে ১৯৯৩সালে সিঙ্গাপুর যায় এবং সাত বছর যাবত সিঙ্গাপুর অবস্থান করে টাকাও পাঠায়। হটাৎ ১৯৯৯সালে পরিবারকে জনায় আমি সমুদ্র পথে ইতালি যাচ্ছি, তারপর থেকে আর যোগাযোগ নেয় পরিবারের সাথে। আমিনুলের ছোট ভাই এসএম আতিকুর রহমান আতিক জানান, আমরা আমিনুলের জীবনে সুখের কথা চিন্তা করে তকে বিদেশ পাঠায়। ইতালি যাচ্ছি বলে সেই থেকে ১৯বছর আমাদের সাথে যোগাযোগ নেই। আমরা বহু চেস্টা করে আজও তার খবর পাইনি, যোগাযোগ না থাকায় পরিবারের লোকজন শোকে পাথর। যদি কেউ আমার ভাইয়ের জীবিত সন্ধান দিতে পারে তাকে তিন লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে। তিনি বলেন, আমার ভাইয়ের সাথে একই উপজেলার মাতাজিহাট এলাকার মায়নুল একসাথে সিঙ্গাপুর থাকত সেও ইতালি যেতে চেয়েছিল তার মৃত্যুর খবর পাওয়া গেলেও আমার ভাইয়ের কোন খবর পাওয়া যায়নি। চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র আমিনুল ইসলামের নিখোঁজের সত্যতা নিশ্চত করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget