যশোরের শার্শায় মাদকদ্রব্য ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় মাদকদ্রব্য ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে এক র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শার্শা বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল। এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল ওয়াদুদ, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহীম খলিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, শার্শা থানার উপ-পরিদর্শক এস আই হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান, বাগআঁচড়া প্রেস ক্লাবের সভাপতি আরিফুজ্জামান আরিফ ও সাধারণ সম্পাদক আবু সাঈদ, সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রাসেল ইসলাম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget