রিপোর্ট : ইমাম বিমান: হবিগঞ্জে সাংবাদিকের পায়ু পথে জলন্ত মোমবাতির গলন্ত ফোটা ফেলে পুলিশের অমানবিক, পৈচাশিক নির্যাতননের পর ৪৮ঘন্টা না পেরুতেই শনিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামের উপর সন্ত্রাসী হামলা।
সাতক্ষীরা প্রেসক্লাব ক্লাব কতৃক এক প্রতিবাদের মাধ্যমে জানা যায়, গত শনিবার সকালে পেশাগত দ্বায়িত্ব পালনের সময় সাতক্ষীরা বাস টার্মিনালের শ্রমিক নামধারী কিছু সন্ত্রাসী ও মাদক সেবনকারি কর্তৃক রবিউল ইসলামকে শারীরিক ভাবে লাঞ্চিত,তার ভিডিও ক্যামেরা কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলে দেওয়া ও মোবাইল ফোন নিয়ে নেওয়াসহ তাঁকে জীবন নাশের হুমকি দেয়া হয়।
সাতক্ষীরার সাংবাদিক রবিউল ইসলামকে লাঞ্চিত, ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার ঘটনায় জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং-৫৮৩/০৪) এর সভাপতি মোঃশহিদুল ইসলাম ও সাধারন সম্পাদক শেখ আমিনুর হোসেন সংগঠনের পক্ষ থেকে
গভীর উদ্বেগ প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সেই সাথে পুলিশ প্রশাসনকে সন্ত্রসী হামলা ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের এনে বিচারের জোর দাবী জানায় সংগঠনটি।
অপর দিকে সংবাদটি বিভিন্ন অনলাইন সংবাদ পত্রের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়লে দেশব্যাপী বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সাংবাদিকদের পক্ষ থেকে নিন্দা প্রকাশ করা হয়। সাংবাদিক বান্ধব সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ'র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শনিবার দিবাগত রাত ৯টায় যৌত এক বিবৃতিতে সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর ঘটনার তীব্র নিন্দা প্রকাশ সহ প্রশাসনের নিকট সন্ত্রাসীদের বিচারের দাবী জানায়।
একটি মন্তব্য পোস্ট করুন