নওগাঁ (ধামইরহাট) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাতে ১৪৪ ধারা জারি হওয়ায় নির্ধারিত স্থানে জামাত অনুষ্ঠিত হয়নি। সাধারণ ডায়েরী প্রেক্ষিতে নতুনভাবে সংস্কার পূর্বক নির্মিত ঈদগা মাঠে নামাজ পড়তে না পেরে মুসল্লিদের মাঝে চরম উত্তেজনা দেখা দেয়। তবে থানা পুলিশের তৎপরতায় অবশেষে কোন দূর্ঘটনা ঘটেনি।
জানা গেছে, উপজেলার উমার ইউনিয়নের অন্তর্গত গাংরা গ্রামের মাদার পীর সাহেবের পীরত্ব ৫০ শতাংশ জমি এলাকাবাসী মাটি দিয়ে ভরাট করে ঈদগাহ মাঠের জন্য সংস্কার করে। যার মৌজা-গাংরা, জেএল নং-১১১, আরএস খতিয়ান নং-৩৩, দাগ নং-২৮২। ওই গ্রামবাসী নতুন ঈদগাহ মাঠে নামাজ পড়ার উদ্দেশ্যে নিরলসভাবে বেশ কয়েক দিন ধরে কাজ করে মাঠ প্রস্তুত করেছিল। ঈদের আগের রাতে মাগরিবের নামাজের পর গাংরা মাদার পীর সাহেব মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ সকাল ৮ টা ১৫ মিনিটেঅনুষ্ঠিত হবে মর্মে মাইকে প্রচার করা হয়। অপরদিকে গাংরা ইসলামীয়া মহিলা আলিম মাদ্রাসা মাঠে সকাল ৮টায় ঈদুল ফেতরের নামাজ অনুুষ্ঠিত হবে মর্মে আর একটি মাইক বের করা হয়। ওই মাদ্রাসা পরিচালনা কমিটির নব নির্বাচিত দুইজন সদস্যসহ গ্রামবাসী মাদ্রাসা পরিচালনা কমিটির অনুমতি ব্যতিরেখে মাইকে প্রচার না করার জন্য বলে। পরবর্তীতে গাংরা ইসলামীয়া মহিলা আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য ও আজীবন সদস্য ক্বারী মো.আব্দুল জলিল এ বিষয়ে থানায় এ বিষয়ে বেশ কিছু আগে একটি লিখিত অভিযোগ করেন। এব্যাপারে ক্বারী আব্দুল জলিল বলেন,মাদ্রাসা পরিচালনা কমিটি এবং ঈদগাহ পরিচালনা কমিটি পৃথকভাবে রয়েছে। ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি একই গ্রামের মো.বদিউল আলম এবং তিনি উপদেষ্ট পদে রয়েছেন। সুতরাং ঈদুল ফিতরের নামাজের জন্য মাইকিং করতে মাদ্রাসা পরিচালনা কমিটির অনুমতির প্রয়োজন নেই বলে তিনি দাবী করেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য বলেন,মাদ্রাসা মাঠে ঈদের নামাজ আদার করার জন্য ঈদগাহ পরিচালনা কমিটি নেই। নতুন ঈদগাহ মাঠে নামাজ আদায় না হলেও ওই গ্রামের মুসল্লিরা নূরাণী মাদরাসা মাঠে নামাজ আদায় করে। পুলিশের তৎপরতায় উদ্ভুত পরিস্থিতি নিয়ে কোন অঘটনা ঘটেনি। এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.ছানোয়ার হোসেন বলেন, ওই গ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়। জিডি নং-৪৪৬, তারিখ ১৫/০৬/১৮ ইং। সাধারণ ডায়েরীর ফলে গাংরা মাদার পীর নতুন ঈদগাহ মাঠে পুলিশের পক্ষ থেকে গত ১৬ এবং ১৭ জুন দুই দিন ধরে ১৪৪ ধারা জারি করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন