নওগাঁয় চেম্বার সভাপিতর ব্যক্তি উদ্যোগে ২২০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও ৭৫ পরিবারের মধ্যে সেলাইমেশিন বিতরন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় পবিত্র ঈদ উপলক্ষে ২ হাজার ২শ দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী এবং ৭৫ দুঃস্থ মহিলার মধ্যে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী’র সভাপতি ও ইথেন এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী ইকবাল শাহরিয়ার রাসেল ব্যক্তিগত উদ্যোগে এসব সামগ্রী বিতরন করেন।


বৃহষ্পতিবার দুপুরে নওগাঁ শহরের নওযোয়ান মাঠে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ’র জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। এ সময় ইকবাল শাহরিয়ার রাসেল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ বাদল, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনুসহ চেম্বারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


কার্যক্রমের অংশ হিসেবে ৭৫ জনের প্রত্যেককে ১টি করে সেলাই মেশিন এবং ২২০০ পরিবারের প্রত্যেককে আতপ চাল, চিনি, সেমাই ও দুধ প্রদান করা হয়েছে। বিতরনকৃত খাদ্য সামগ্রী’র জনপ্রতি মুল্য ২৫০ টাকা এবং প্রতিটি সেলাই মেশিনের মুল্য ৬ হাজার টাকা করে। বিতরন দ্রব্য সামগ্রীর মোট মুল্য ১০ লাখ টাকা।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget